সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বাস ও সিএনজি অটোরিক্সা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় ভাংচুর করা হয়েছে প্রায় ছয়টি বাস ও সিএনজি অটোরিক্সা।

শনিবার সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে বারটা এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে সিরাজগঞ্জ থেকে সকল রুটের বাস ও সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ রয়েছে।

আহতের তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ, বাস শ্রমিক ও সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা এলাকায় এক সিএনজি অটোরিক্সা শ্রমিককে মারপিট করে বাস শ্রমিকরো। এ ঘটনার জের ধরে শনিবার সকাল দশটার দিকে অটোরিক্সা শ্রমিকরা একত্রিত হয়ে শহরের রেলগেটে অবস্থান নিয়ে বাস চলাচল বন্ধ করে দেয় ও একটি বাস ভাংচুর করে। এ সময় বাস শ্রমিকদের মারপিট করার ঘটনাও ঘটে। এ খবর বাস শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা বাস বন্ধ করে সিরাজগঞ্জ বাজার স্টেশনে সিএনজি স্টেশনে পাচটি অটোরিক্সা ভাংচুর করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

(এসএস/এটি/এপ্রিল ২৬, ২০১৪)