মাগুরা প্রতিনিধি:মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৬০ জন দরিদ্র রোগীকে গতকাল শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে  ফেইথ ইন এ্যাকশান নামের একটি বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা।

সকাল ১১ টায় এ চিৎিকৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এ সময় ফেইথ ইন এ্যাকশানের নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য, শত্রুজিৎপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক মিষ্টার আগষ্টিন মুন্সি, সহকারি সার্জন ডা. রকিবুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে বিনামূল্যে চিকিৎসা দেয়ার পাশাপশি দরিদ্র রোগীদের ওষুধ সরবরাহ করা হয়।


(ডিসি/এসসি/সেপ্টেম্বর২৭,২০১৪)