বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। পর্যটন দিবস উপলক্ষে মোটর শোভাযাত্রা, আলোচনাসভা ও চারদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। শনিবার সকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান দিয়ে মোটর শোভা যাত্রা বের করা হয়।

মোটর শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট-খুলনা সড়ক দিয়ে ঘুরে ঐতিহ্যহাসিক ষাটগম্বুজ মসজিদে গিয়ে শেষ হয়। মোটর শোভা যাত্রায় বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. নিজামূল হক মোল্লা, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. শাহ আলম সরদার প্রমূখ। পরে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সামনে চারদিন ব্যাপী এক মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।

(একে/এএস/সেপ্টেম্বর ২৭, ২০১৪)