জামালপুর প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, অবৈধ সরকারের সকল কাজই অবৈধ। এই অবৈধ সরকার যেসব আইন করবে সব কিছুই অবৈধ। তাই আওয়ামী লীগ অবৈধ।

শনিবার জামালপুর জিলা স্কুল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুপুর ২টায় জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদারের সভাপতিত্বে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের জনসভা শুরু হয়। খালেদা জিয়াও সমাবেশে যোগ দেন বিকাল চারটায়।

মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকনসহ ২০দলীয় জোটের নেতারা।

জামালপুর স্টেডিয়াম সংলগ্ন জেলা স্কুল মাঠে জনসভাস্থল হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন। মাঠ ছাড়িয়ে লোকজন পাশের রাস্তায় এখন অবস্থান নিচ্ছেন।জনসভাস্থলে উপস্থত হয়ে নেতাকর্মীরা দলের নেতাকর্মীদের নামে স্লোগান দিচ্ছেন। এ সময় তাদের হাতে ব্যানার ও ফেস্টুন লক্ষ্য করা গেছে।

বিএনপি’র সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি, সিরাজুল হক, জেলা বিএনপি’র সাবেক সভাপতি আমজাদ হোসেন, রশিদুজ্জামান মিল্লাতের সমন্বেয়ে একটি গ্রুপ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ কাইয়ুম, সাবেক কেবিনেট সচিব এসএম হালিম, বর্তমান জেলা বিএনপি’র সভাপতি ফরিদুর কবীর তালুকদার, সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুনের সমন্বয়ে অন্য একটি গ্রুপে পৃথক পৃথকভাবে কর্মী নিয়ে জনসভায় উপস্থিত হয়েছে।

শনিবার বেলা বাড়ার সাথে সাথে ট্রাক, বাস, টেম্পু, মোটসাইকেল, ভ্যান, রিকশাযোগে এবং পায়ে হেঁটে মানুষ জনসভাস্থলে আসতে শুরু করে।

দেখা গেছে, বিভিন্ন জেলা ও থানার নেতা, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা মাঠে প্রবেশ করছেন।

ইতোমধ্যে জামালপুর জেলা শহর ছাড়াও দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, সরিষাবাড়ি, মেলানদাহ, মাদারগঞ্জ, ইসলামপুর থানা এবং শেরপুর জেলার শ্রিবরদি, মালিতাবাড়ি, নকলা, ঝিনাইগাথি উপজেলার নেতাকর্মীরা মাঠে উপস্থিত হয়েছেন।

এছাড়া ময়মনসিংহ ও টাঙ্গাইলের নেতাকর্মীরাও জনসভাস্থলে উপস্থিত হয়েছেন।

অন্যদিকে, জনসভাস্থলে জোটের অন্যতম শরিক দল জামায়াত ইসলামীর নেতাকর্মীরাও ছোট ছোট মিছিলসহ বিভিন্ন স্লোগান দিয়ে যোগ দিয়েছেন।

বিচারপতি অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দেওয়ার দাবিতে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ২৭, ২০১৪)