মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে শনিবার দুপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৩ জন আহত হয়েছে। এসময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়।
পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব মোল্যার সঙ্গে একই দলের স্থানীয় নেতা ও একই উপজেলার বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদারের সাথে বিরোধ চলে আসছিল।

১২ সেপ্টেম্বর বাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে এলাকায় গেলে মোতালেব মিয়ার ওপর হামলা চালায় ও মারধর করে সিরাজুল ইসলামের লোকজন ও সমর্থকরা।

এরই জের ধরে শনিবার দুপুরে দুর্গাপূজা উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে উভয় গ্রুপের লোকজন রাজৈর উপজেলা পরিষদে আসে।

এসময় মোতালেব মোল্যার লোকজন সিরাজুল ইসলাম ও তার সমর্থকদের ওপর হামলা চালায় ও মারধর করে। পরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় সিরাজুল ইসলামের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এই ঘটনায় কমপক্ষে ৩ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে হারুন হাওলাদার নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকী দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

খবর পেয়ে রাজৈর থানা পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(এএসএ/এএস/সেপ্টেম্বর ২৭, ২০১৪)