গফরগাঁও প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘রুখো দুর্নীতি বাঁচাও দেশ’ এই শ্লোগানকে উপজিব্য করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয় সভা ও দুর্নীতি প্রতিরোধ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি বিরোধি একটি পদ যাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। পদযাত্রায় অংশগ্রহণ করেন জেলার ১২টি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচালক মেজর এমরানুল হক শাহ্। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাক্তার কেএম এহসান অ্যাডভোকেট-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক ডাক্তার হরি শংকর দাস, জেলা দুর্নীতি কমিটির উপ-পরিচালক আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, দৈনিক সমকালের ব্যুরো চীফ মীর গোলাম মোস্তফা, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব ও বিভিন্ন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।

(এনএইচবি/এটিআর/সেপ্টেম্বর ২৭, ২০১৪)