মাহবুবুর রহমান, ঝালকাঠি : ঝালকাঠির সাংবাদিক বশির উদ্দিন খলিফার দায়েরকৃত মামলায় ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি আক্কাস সিকদারসহ আরো একজনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। গত ১৩ এপ্রিল বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক গোলাম মোস্তফা তথ্য প্রযুক্তি আইনের দঃবিঃ ২৫/২৯/৩৫ ধারায় অভিযুক্ত করে আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। এ সময় মামলার অপর আসামী ঝালকাঠির জেলে পাড়ার জনৈক মনির হোসেনসহ আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বাদী সাংবাদিক বশির উদ্দিন খলিফা জানান, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মামলার আসামী এড. আক্কাস সিকদার গত ২০২০ সালের ৩০ মার্চ পূর্বপরিকল্পিত ভাবে ভাড়াটে সন্ত্রাসীদের সহায়তায় তাকে (বশির আহম্মেদ) কৌশলে ডেকে নিয়ে চাঁদাবাজ আখ্যায়িত করে বেধরক মারধর করে। এ সময় প্রধান আসামী আক্কাস অন্যায় ভাবে সেই মারধরের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে রাতেই তার নিজস্ব ফেসবুক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেয়। ঝালকাঠি জেলে পাড়ার মনির হোসেনও এই ভিডিও তার ফেসবুক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এ অভিযোগে বশির উদ্দিন খলিফা সাইবার ট্র্যাইব্যুনাল আদালত (বাংলাদেশ) ঢাকায় ২০২০ সালের ২০ আগষ্ট ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর দঃবিঃ ২৫, ২৯ ও ৩৫ ধারায় অপরাধের অভিযোগ এনে নালিশী মামলা (নং-১৭২) দায়ের করেন। বিচারক অভিযোগ তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) বরিশাল কে নির্দেশ দেন। বরিশাল পিবিআই’র উপ-পরিদর্শক রিয়াদ হোসেন ২০২১ সালের ২১ মার্চ আসামী আক্কাস সিকদার ও মনির হোসেনকে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর দঃবিঃ ২৫, ২৯ ও ৩৫ ধারায় অভিযুক্ত করে চার্জশীট প্রদান করেন।

উল্লেখ্য ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি আক্কাস সিকদারের বিরুদ্ধে ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রীকে কটুক্তি করার অভিযোগে ঝালকাঠি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরো একটি মামলা রয়েছে। তবে সেই মামলায় এখনও তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশ।

(এমআর/এসপি/এপ্রিল ১৪, ২০২২)