মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটের পর এবার নারায়ণগঞ্জ জেলায় শুভ উদ্বোধন করা হলো বায়োজিন কসমেসিউটিক্যালসের আরো একটি শাখা।

আজ শনিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু সড়কে এইচ.আর প্লাজার ৩য় তলায় বায়োজিন কসমেসিউটিক্যালস এর শাখাটির উদ্বোধন করা হয়।

বায়োজিন কসমেসিউটিক্যালস নারায়ণগঞ্জ শাখার শুভ উদ্বোধন করেন, চিত্রনায়িকা পূর্নিমা। এসময় তিনি বলেন, বায়োজিন কসমেসিউটিক্যালস এর ১১ তম শাখা এটি। রুপচর্চার ক্ষেত্রে ঢাকায় যেমন সেবা দেওয়া হয় সেটা এখন থেকে আপনারা এখানে, আপনাদের নারায়ণগঞ্জে পাবেন। এখানে যত গুলো পণ্য রয়েছে প্রতিটি পণ্যের গুণগত মান খুবই ভালো। শুধুমাত্র যে নারীরাই এখানে আসবে সেটা নয়, পুরুষরাও তাদের রুপচর্চার জন্য এখানে আসতে পারবে।

কতৃপক্ষ জানায়, বায়োজিনে একই ছাদের নিচে গ্রাহকরা পাবেন, ফাংশনাল ডার্মো কসমেটিকস, অভিজ্ঞ ডক্টর ও পার্সোনালাইজড স্কিনকেয়ার ট্রিটমেন্ট। এছাড়াও সকল স্কিনকেয়ার ট্রিটমেন্ট ও ডার্মো কসমেটিকসে ৫০ ভাগ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।

এ সময় উপস্থিত ছিলেন, বায়োজিন কসমেসিউটিক্যালস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহি পরিচালক মোঃ জাহিদুল হক, পরিচালক কামরুল হাসান রনি, সিনিয়র অপারেশন ম্যানেজার জান্নাতুল ফেরদাউস, এইচ.আর সহ কোম্পানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

(এস/এসপি/এপ্রিল ১৬, ২০২২)