রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আনিছুর রহমান (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার পশ্চিম ঘোষেরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই কৃষক উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম ঘোষেরপাড়া গ্রামের কাফি মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ধানক্ষেতে পানি দেওয়ার জন্য নিজেদের বৈদ্যুতিক মোটরে সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন কৃষক আনিছ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘোষেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম লিটু জানান, বিকেল ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষকের দাফনের প্রক্রিয়া চলছে।

(আরআর/এসপি/এপ্রিল ১৬, ২০২২)