মো. শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ আইন কলেজের ২০২০-২০২১ ও ২০২১ -২০২২ শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় নগরীর ব্লু পিয়ার রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ এড.সাখাওয়াত হোসেন ভূইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.রবিউল আমিন রনি সহ আমন্ত্রিত অতিথি নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্র ছাত্রী সংসদের ভিপি এম এম হাসান,জি.এস আমজাদ হোসেন, এ.জি.এস এস এইচ শাহাদাত ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক দেওয়ান মিলন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এড.সাখাওয়াত হোসেন ভূইয়া বলেন,পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকের যেই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ আইন কলেজের ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাই তাদের সাধুবাদ জানাই।

উপাধ্যক্ষ রবিউল আমিন রনি বলেন,এইটা রমজান মাস।এই মাসে আল্লাহর রহমত অনেক।সবাই সবার জন্য দোয়া করবেন।সেই সাথে সবাই যেনো সুস্থ্য ও ভালো থাকুন সেই দোয়া করি।

বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ এড.সাখাওয়াত হোসেন ভূইয়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইভা আক্তার, লূৎফর নাহার লিজা, প্রশান্ত রায় শান্ত, নূর আলম সুজন, মোবারক, ফরহাদ, জাকিয়া, ফারিয়া, রবিউল আওয়াল সানি, এম এইচ বাবুল, কবি সিরাজ সহ ২০২০-২০২১ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

(এমএস/এএস/এপ্রিল ১৭, ২০২২)