বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নানা কর্মসুচির মধ্যে দিয়ে বর্ণাঢ্য আয়োজনে “আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস” পালিত হয়েছে ।রবিবার সকালে নাগরিক ফোরাম, বাগেরহাট প্রেসক্লাব ও জেলা প্রশাসনের আয়োজনে পৃথক দুটি র‌্যালী বের করা হয়। র‌্যালী দুটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নাগরিক ও প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন নাগরিক ফোরামের চেয়ারপারসন এ্যাডভোকেট মো: মোজাফফর হোসেন।
বক্তৃতা করেন নাগরিক ফোরামের সচিব সরদার আনসার উদ্দিন, শাহদাত হোসেন বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আহম্মেদ, এ্যাডভোকেট সীতা রানী দেবনাথ প্রমুখ।
বাগেরহাট জেলা প্রশাসন,টিআইবি ও প্রেসক্লাব আয়োজিত র‌্যালীতে জেলা প্রশাসক মু: শুকুর আলী, পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, এডিসি শিক্ষা মো: শাহ আলম সরদার, সিভিল সার্জন ডা: বারিক হোসেন,সনাকের সভাপতি রাম কৃষ্ণ বসুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অংশ নেয়। পরে সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(একে/এসসি/সেপ্টেম্বর,২৮,২০১৪)