স্টাফ রিপোর্টার : সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ সরকারকে ‘উৎখাত’ নিয়ে ‘যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র’ বিষয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটিকে ‘ভিত্তিহীন’ বলেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা।

মা-ছেলের উদাহরণ টেনে তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিশ্বাসের সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন।

বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, সুশাসন, দুর্নীতি অবকাঠামোর উন্নয়ন করা গেলেই বাংলাদেশ আরও উন্নতি করবে।

জাতীয় প্রেস ক্লাবে রবিবার সকালে ডি-ক্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২৮, ২০১৪)