ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধি নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে ১০টায় সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সলপ রেলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বাক ও শ্রবণ প্রতিবন্ধী বেশ কিছু দিন হলো সলপ স্টেশন এলাকায় এসের ভিক্ষাবৃত্তি করে জীবিকানির্বাহ করতেন।

বৃহস্পতিবার সকালে তিনি সলপ রেল গেইট থেকে রেলস্টেশনে যাওয়ার পথে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর আন্তঃনগর ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জের জিআরপি থানার উপ-পরিদর্শক মোঃ সানোয়ার হোসেন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সলপ স্টেশন রেল গেইট এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

(আই/এসপি/এপ্রিল ২১, ২০২২)