স্টাফ রিপোর্টার : বাংলাদেশের উন্নয়নের জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে, গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। তার পরও তিনি বেঁচে গেছেন।’

বঙ্গবন্ধু অ্যভিনিউস্থ যুবলীগ কার্যালয়ে রবিবার সকালে দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর যুবলীগ।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেন না। ন্যায় প্রতিষ্ঠায় নিজ দলের নেতাকর্মীও তার কাছ থেকে ক্ষমা পান না।’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যখন সারা পৃথিবীতে মন্দা চলছে তখন বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। একমাত্র শেখ হাসিনাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তার নেতৃত্বেই আলোকিত বাংলাদেশ গড়া সম্ভব হবে।’

ঢাকা মহানগর উত্তর যুবলীগ সভাপতি মাঈনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে আরও বক্তব্য দেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা মহানগর উত্তর যুবলীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

এদিকে, সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ তাঁতীলীগ কার্যালয়ে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। কেক কাটেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

এ ছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে স্বাধীনতা পরিষদ।

বঙ্গবন্ধু এভিনিউতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ প্রজন্ম সংসদ।

সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্টের চেয়ারম্যান ইসমত কাদির গামা।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২৮, ২০১৪)