স্টাফ রিপোর্ট: ক্যান্সারে জীবন কেড়ে নিয়েছে তার মায়ের। এর পর থেকেই মায়ের কাছে যেতে চাইত সে। মায়ের কাছে যেতেই ছেলে ইব্রাহিম খলিলউল্লাহ (১৪) আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন তার স্বজনেরা।

রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনের, ব্লক-বি, ২৭ নম্বর রোডের বস্তির বাসা থেকে শনিবার রাতে ইব্রাহিম খলিলউল্লাহর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ইব্রাহিমের চাচা জাকির হোসেন জানান, ইব্রাহিমের মা মারা যাওয়ার পর থেকেই সে সবসময়ই মায়ের কাছে যেতে চাইত। হয়ত মায়ের কাছে যাওয়ার জন্যই সে আত্মহত্যা করেছে।

ইব্রাহিম পল্লবীর উদয়ন স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ছিল বলে জানান তার চাচা।

পল্লবী থানার এসআই মহেশ চন্দ্র সিংহ জানান, রাত ৮টায় ইব্রাহিমের বাবা ফজলুর রহমান বাড়ি ফিরে দেখেন তার ছেলে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। এ সময় তিনি ওড়না কেটে ইব্রাহিমকে গ্যালাক্সি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, রাত সাড়ে ১২টায় ওই স্কুলছাত্রের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২৮, ২০১৪)