নূরুল আমিন খোকন, ফেনী : সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ফেনীতে ১৩টি কেন্দ্রে ১১ হাজার ৬৬০ জন প্রার্থী পরীক্ষা দিয়েছে। অর্থাৎ প্রতি পদের বিপরীতে ৫৩ জন প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

আজ শুক্রবার (২২ এপ্রিল) সকালে প্রত্যেক কেন্দ্রে এক ঘন্টা আগে আসন গ্রহনের নির্দেশনা মোতাবেক সকল পরীক্ষার্থী সকাল ১০টার মধ্যেই নিজ নিজ আসনে উপস্থিত হন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, ফেনীর ৬ উপজেলায় ৫৫৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ২২১ টি পদ শূণ্য রয়েছে। শুক্রবারে অনুষ্ঠিত লিখিত এই পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা শেষে জেলা প্রশাসনের নির্দেশনা মত শিক্ষকের শূন্যপদ পূরণ করা হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম জানান, ফেনীতে সর্বমোট ১১ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। জেলা শহরের ১৩টি কেন্দ্রে শুক্রবার সকাল ১১টা হতে এ পরীক্ষা গ্রহনের নিমিত্তে শিক্ষার্থীদের প্রবেশপত্র দেয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে সকল পরীক্ষার্থীকে এক ঘন্টা পূর্বেই কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। পরীক্ষা গ্রহনের ৩০ মিনিট পূর্বে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি আরও জানান, কোন পরীক্ষার্থী কোন সেটের প্রশ্ন পাবেন, তা পরীক্ষার ৫ মিনিট আগে জানা যাবে। কোন পরীক্ষার্থী ভিন্ন সেটে পরীক্ষা দিলে তা অবশ্যই বাতিল হবে।

উল্লেখ্য: সারা দেশের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি পদে নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, ২০২০ সালে প্রকাশিত ওই বিজ্ঞপ্তির পর দেশে করোনা প্রাদুর্ভাব বেড়ে গেলে পরবর্তী কার্যক্রম স্থগিত করা হয়। জেলা ভিত্তিক এ নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে ফেনীসহ ২২ জেলা এ নিয়োগ পরীক্ষা গ্রহন করা হচ্ছে।

(এনকে/এসপি/এপ্রিল ২২, ২০২২)