স্টাফ রিপোর্টার : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি।

রবিবার (২৪ এপ্রিল) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে ১৬ মে পর্যন্ত। সে হিসেবে ক্যাম্পাস ২২ দিন ছুটি থাকবে। ছুটিতে শ্রেণি পাঠদান বন্ধ থাকলেও আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিছু সংখ্যক শিক্ষার্থী হয়ত ছুটিতে বাড়ি যাবে না, সেটি বিবেচনায় হল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হল খোলা থাকলেও বন্ধ থাকবে ডাইনিং-ক্যান্টিন। তবে এসময় যেন শিক্ষার্থীরা বিকল্প ব্যবস্থা করতে পারে সেটিও মাথায় রাখছি।

এর আগে পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে অফিস এবং ক্লাস ছুটির তারিখ ঘোষণা করা হয়। সেখানে বলা হয়, মে দিবস, পবিত্র ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ১ মে থেকে ১৪ মে অফিস বন্ধ থাকবে। বৌদ্ধ পূর্ণিমার ছুটি ১৫ মে’র পরিবর্তে ১৬ মে করা হয়েছে।

অপরদিকে ক্লাস ছুটির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত ক্লাসসমূহ (উইকেন্ড প্রোগ্রামসহ) বন্ধ থাকবে। তবে পূর্ব নির্ধারিত পরীক্ষা থাকলে সংশ্লিষ্ট বিভাগসমূহ চাইলে পরীক্ষা চলমান রাখতে পারবে।

(ওএস/এএস/এপ্রিল ২৪, ২০২২)