কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে আবারো ডাকাত ও পুলিশের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে রামু উপজেলার দূর্গম পাহাড়ী অঞ্চল ঈদগড়-গর্জনিয়া শাহসুজা সড়কের জারাইল্যাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জুনাঈদ (২৮) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ ডাকাত জুনাঈদকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জুনাইদসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজিসহ তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

আটক অন্যজনের নাম জাহাঙ্গীর আলম (৩০)। সে রামু উপজেলার গর্জনিয়া উত্তর বড়বিল এলাকার মোঃ আমির হোছনের ছেলে। গুলিবিদ্ধ ডাকাত জুনাঈদ নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকার বাদশা মিয়ার ছেলে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পুলিশ ঈদগড়-গর্জনিয়া এলাকায় অভিযান চালালে ডাকাত দলের সাথে পুলিশের গুলিবিনিময় হয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


(টিটি/এটি/এপ্রিল ২৬, ২০১৪)