হবিগঞ্জ প্রতিনিধি : বিশ্ব নদী দিবস উপলক্ষে হবিগঞ্জে ‘খোয়াই নদীর গল্প শোন’ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় শহরতলীর মাছুলিয়া ব্রিজের নিকট নবীনদের নদী রক্ষার শপথ বাক্য পাঠ করান খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।

কর্মসূচির উদ্বোধন করেন বাপা জেলা সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ। হারুন সিদ্দিকীর পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন প্রবাসী কমিউনিটি লিডার সৈয়দ জিয়াউল হাসান, আলাউদ্দিন আহমেদ, প্রকৌশলী সজল রায় চৌধুরী, সীমান্ত দেব তুর্য, ইফতেখার আহমেদ ফাগুন, উছমান গনি রুমি, আশিষ দাশ প্রমূখ।

এ সময় নদীর গল্প শোনান নদী পাড়ের প্রবীণ বাসিন্দা মনাই মিয়া, সেতু মিয়া ও মধু মিয়া। গান শোনান রাসেল মিয়া ও বেলাল আহমেদ। পরে নৌকাযোগে শহরের গরুর বাজার পর্যন্ত বিভিন্ন পয়েন্টে গল্প শোনা কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও খোয়াই রিভার ওয়াটার কিপার।

(পিডিএস/এএস/সেপ্টেম্বর ২৮, ২০১৪)