মিলাদ হোসেন অপু, ভৈরব : আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ভৈরব শাখার উদ্যোগে ‘ইসলামী ব্যাংকিং একটি কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে। ২৫ এপ্রিল সোমবার ভৈরব শহরের কে রিকো রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ভৈরব শাখার এবিপি ও ব্যবস্থাপক মো. আনিসুল ইসলাম মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির।

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ভৈরব শাখার এক্সিকিউটিভ অফিসার আল মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, ইসলামী ব্যাংক ভৈরব শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন, নরসিংদী রায়পুরা হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মো. মুক্তার হোসেন রায়পুরী, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ভৈরব শাখার এবিপি ও ব্যবস্থাপক মো. আনিসুল ইসলাম মাহমুদ এবং দোয়া পরিচালনা করেন মো. মাহবুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ইসলামের শরিয়াহ মোতাবেক নিয়ম নীতি মেনে চলা একটি ব্যাংকিং ব্যবস্থা। সুদ মুক্ত ব্যবসায়ী সৃষ্টির একটি কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা। দেশের ব্যাংকিং খাতে আল আরাফাহ ইসলামী ব্যাংকের দক্ষতা ও পরিচালন কৌশল শ্রেষ্ঠত্বের মানে উন্নত হয়েছে। এই ব্যাংক দেশের আমানত, বিনিয়োগ, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স আহরণে সুনামের সাথে কাজ করছে। আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা ও ইন্টারনেট ব্যাংকিংসহ সকল আর্থিক সেবা গ্রহণ করতে সকলকে আহবান জানায় বক্তারা।

(এম/এসপি/এপ্রিল ২৬, ২০২২)