হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের বাঘজুর এলাকায় নবীগঞ্জগামী বাস উল্টে বাসের হেলপার নিহত ও কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে। নিহত হেলপার হচ্ছে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে আব্দুল গণি (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হবিগঞ্জ থেকে নবীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে যাত্রীবাহী একটি বাস রাত ৮টার দিকে বাঘজুর এলাকায় আরেকটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে রাস্তার পাশে জমিতে উল্টে পড়ে যায়। গাড়িটি জমিতে থাকা পানিতে অর্ধনিমজ্জিত হয়ে পড়ে। এ দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ ২০ জন যাত্রী আহত হয়।

স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করে। গুরুতর আহত সোনাবানু (৬০), জেসমিন আক্তার (৩০), সাবাজ মিয়া (২২) ও সিরাজুল ইসলামকে (৫০) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধার কার্যক্রমের ঘন্টাখানেক পর গাড়ির নিচ থেকে হেলপার আব্দুল গণির লাশ উদ্ধার করা হয়।

(পিডিএস/এএস/সেপ্টেম্বর ২৮, ২০১৪)