রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ২৭টি পদের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছে। এতে সাধারণ সম্পাদক হয়েছেন মির্জা জিল্লুর রহমান।

আজ বুধবার (২৭ এপ্রিল) দুপুরে সংস্থার সাধারণ সম্পাদকসহ সবকটি পদের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

ক্রীড়া সংস্থা সূত্র জানায়, গত ৩১ মার্চ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এতে ৩১টি পদের মধ্যে ২৭টি পদে আজ বুধবার ছিল নির্বাচন অনুষ্ঠানের দিন। নির্বাচনে এই ২৭ টি পদের বিপরীতে কোনো প্রার্থী ছিলনা।

আরও জানা যায়, জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় জেলা প্রশাসক মুর্শেদা জামানকে আহ্বায়ক করে এডহক কমিটি গঠন করা হয়। ওই এডহক কমিটির অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হয়।

৪ বছর মেয়াদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মির্জা জিল্লুর রহমান, কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি পদে যথাক্রমে মোহাম্মদ ছানোয়ার হোসেন, মির্জা গোলাম কিবরিয়া কবির, মো. শাহাদৎ হোসেন, এবিএম জাফর ইকবাল, অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহরিয়ার উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মোহাম্মদ ফারহান ও মো. রজব আলী, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নূরন নবী ভুঁইয়া, নির্বাহী সদস্য পদে যথাক্রমে মো. মিজানুর রহমান মিজু, রাজন সাহা, মো. শফিকুল ইসলাম, বিজু আহম্মেদ, মুহাম্মদ আবু হামান, মো. এনামুল হক তালুকদার, মো. মাহবুবুর রহমান, মো. হাসিবুল হোসেন, মোহাম্মদ আনওয়ার হোসাইন, মো. নিহাদুল আলম, মোহাম্মদ শাহ আলম, মো. মাছুম রানা, সিদ্দিকী আদনান, মো. শামীম তুষার, সংরক্ষিত নির্বাহী সদস্য পদে মো. নুরে আলম জিকু ও মোবারক হোসেন তালুকদার, সংরক্ষিত মহিলা নির্বাহী সদস্য পদে হাছিনা বেগম ও মোছা. খালেদা আক্তার।

এছাড়া ৩১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে পদাধিকার বলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান, সহ সভাপতি পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া কর্মকর্তা। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা সমবায় কর্মকর্তা মো. তাজুল ইসলাম।

(আরআর/এসপি/এপ্রিল ২৭, ২০২২)