নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৯৬.৯০ শতাংশই ফেল করেছেন। মোট ৭ হাজার ২৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে মাত্র ২২৬ জন। এ অনুষদে আসন রয়েছে ১৩৫টি।

রোববার সন্ধ্যায় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) উচ্চ মাধ্যমিক পাশের রোল, পাশের সন, বোর্ডের নাম এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিয়ে লগইন করে ফলাফল জানা যাবে।

এছাড়া মোবাইল ফোনের এসএমএস’র মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবে।

এজন্য যেকোন মোবাইল অপারেটরের সিম থেকে ফোনের মেসেজ অপশনে গিয়ে du<স্পেস>cha<স্পেস> ভর্তি পরীক্ষার রোল টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি এসএমএস এ ফলাফল জানা যাবে।

ফল প্রকাশের সময় আরও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন ও চ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদসহ প্রমুখ।

গত ১৩ সেপ্টেম্বর ২০১৪ শনিবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

(ওএস/অ/সেপ্টেম্বর ২৮, ২০১৪)