কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ.ম. মোঃ সাঈদ শ্বাশুড়িকে হত্যার দায়ে গতকাল রবিবার পুত্রবধুকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। ২০১৩ সনের ১৮ নভেম্বর ভৈরব উপজেলার কমলপুর গ্রামের মিশু মিয়ার স্ত্রী জেসমিন আক্তার উরফে প্না আক্তার পারিবারিক কলহের জের হিসেবে শ্বাশুড়ি আছমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে দ্বিখন্ডিত করে লাশ বস্তায় ভরে গুমের চেষ্টা করে।

পরবর্তীতে নিহতের পুত্র তৌকির আহমেদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে জেসমিন আক্তারের বিরুদ্ধে চার্জশীট দেয়। সাক্ষ্য জেরা শেষে আসামী জেসমিন আক্তার ওরফে স্বপ্না আক্তারকে দঃ বিঃ ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড, ১০ টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদন্ড ও দঃ বিঃ ২০১ ধারায় দোষী সাব্যস্থ করে ৫ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড প্রদান করেন। মামলাটি রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি শাহ আজিজুল হক ও আসামী পক্ষে ছিলেন এ্যাড. অশোক সরকার।

(পিকেএস/এসসি/সেপ্টেম্বর২৮,২০১৪)