আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের ডেরা বুগতি এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্ট ১৫ ব্যক্তি ও তাদের ৭০ সহযোগী রবিবার দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে আত্মসমর্পণ করেছে। নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। খবর ডননিউজের।

বেলুচিস্তান সীমান্তরক্ষী বাহিনীর এক মুখপাত্র খান ওয়েসে জানান, আত্মসমর্পণকারীরা ডেরা বুগতির সুই এলাকার বুগতি উপজাতীয়।

বিবৃতিতে তিনি আরও জানান, আত্মসমর্পণকারীরা রাজ্যজুড়ে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী সদস্যদের ওপর আক্রমণের সঙ্গে জড়িত।

ওই ব্যক্তিরা সীমান্তরক্ষী বাহিনীর ইন্সপেক্টর জেনারেল মেজর জেনারেল মুহাম্মাদ ইজাজ শহিদের উপস্থিতিতে অস্ত্রসমর্পণ করে।

সমর্পণ করা অস্ত্রের মধ্যে ৮৯টি রাইফেল ও বেশ কয়েকটি ল্যান্ডমাইন রয়েছে। আত্মসমর্পণকারীরা জানিয়েছে, ভবিষ্যতে তারা রাষ্ট্রবিরোধী কোনো ধরনের সহিংসতায় জড়িত হবে না।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২৯, ২০১৪)