বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ভাষা সৈনিক মনছুর আহমেদ আর নেই। শনিবার সকালে বাগেরহাট শহরের পুরাতন বাজারস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিলো ৯০ বছর, (ইন্না.....রাজেউন)।

১৯৫২ সালে মনছুর আহমেদ মাতৃভাষা বাংলার দাবিতে বাগেরহাটে আন্দোলন শুরু করেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে তিনি রাজপথে সংগ্রাম চালিয়েছেন। মনছুর আহমেদ মৃত্যু কালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ বহুগুনাগ্রাহী রেখে গেছেন।

স্কুল শিক্ষক এই ভাষা সৈনিকের মৃত্যুর খবরে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হ্যাপী বড়ালসহ রাজনীতিবিদ, সামাজিক সংগঠন, স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ছুটে যান তার বাড়িতে। বিকালে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল মাঠে নামাজে জানাজার পর তাকে সরুই কবরস্থানে দাফন করা হয়েছে।

ভাষা সৈনিক মনছুর আহমেদের মৃত্যুতে বাগেরহাটের সংসদ সদস্য, জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠনসহ ও সর্বস্ত্ররের মানুষের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। মনছুর আহমেদের দীর্ঘদিনের কর্মস্থল বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।


(এসকে/এটি/এপ্রিল ২৬, ২০১৪)