স্টাফ রিপোর্টার, ঢাকা : শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর রূপনগর এলাকায় ঝিলের পানিতে ডুবে আব্দুল খালেক (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আব্দুল খালেক রংপুর জেলার মাহিগঞ্জ উপজেলার আবুল কালামের ছেলে। তিনি মিরপুর ৬ নাম্বার সেকশনের ট-ব্লকের আব্দুল বারেকের বস্তিতে থাকতেন।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতলুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বস্তিবাসী অবৈধ বিদ্যুৎ সংযোগ চালিয়ে আসছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ডেসকোর লোকজন এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ সময় বস্তিবাসীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

তিনি আরও বলেন, ডেসকোর লোকজন পুলিশে খবর দিলে রূপনগর থানা পুলিশ বস্তিতে যায়। পুলিশের ভয়ে বস্তিবাসীরা পালানোর সময় আব্দুল খালেক পাশের ঝিলের পানিতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঝিল থেকে তাকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার ভজন সরকার বলেন, আব্দুল খালেককে ঝিলের পানি থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেলে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(ওএস/অ/এপ্রিল ২৬, ২০১৪)