স্টাফ রিপোর্টার : রাজধানীর মতিঝিল থেকে অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য দক্ষিণ বিভাগের একটি দল রবিবার ভোর সাড়ে ৫টায় শাপলা চত্বরে একটি যাত্রীবাহী বাস থেকে মোহাম্মদ রাকিবুল (২০) নামে একজনকে আটক করে।

এ সময় তার কাছ থেকে চারটি বিদেশী পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে রাকিবুলের দেওয়া তথ্যানুযায়ী ওই চালানের প্রকৃত মালিক ও অস্ত্র ব্যবসায়ী কাজী মো. জামান (২৮) ও আব্দুল হাকিমকে (৩৪) কুমিল্লা জেলার কোতোয়ালি থানার মগবাড়ি এলাকা থেকে আটক করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে তারা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। রাকিবুল মূলত টাকার বিনিময়ে সীমান্ত এলাকা থেকে ঢাকা, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় অস্ত্র পরিবহন করে থাকেন।

আটক জামান ও হাকিম জানান, চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় রুট ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় অস্ত্র সরবরাহ করে আসছেন।

মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২৯, ২০১৪)