তথ্যপ্রযুক্তি ডেস্ক : বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপ। শুধু ব্যক্তিগত চ্যাট নয়, ব্যবসায়িক এবং অফিসের কাজের জন্যও ব্যবহার হয় প্ল্যাটফর্মটি। বিশ্বব্যাপী প্রায় ২০০ কোটির বেশি মানুষ নিয়মিত এ মেসেজিং অ্যাপ ব্যবহার করেন।

অনেক সময় আবার বিভিন্ন কারণে হোয়াটসঅ্যাপ লুকিয়ে রাখার প্রয়োজন পড়ে। কিংবা কিছু সময়ের জন্য বন্ধ করে রাখতে চান? এজন্য অ্যাপটি একেবারে ডিলিট না করে লুকিয়ে রাখতে পারেন। তাহলে আর আপনার ডিভাইসে দেখা যাবে না।

হোয়াটসঅ্যাপে চালু হয়েছে নতুন ফিচার। যার মাধ্যমে ব্যবহারকারীরা ডিভাইস থেকে ডিলিট না করে অ্যাপটি ভ্যানিশ করতে পারবেন। রেহাই পাবেন মেসেজ রিসিভ করা থেকেও।

জেনে নিন কীভাবে কাজটি করবেন-

> প্রথমেই নিজেদের ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করুন।
> এরপর মেসেঞ্জার আইকনে ক্লিক করুন এবং সিলেক্ট করতে হবে ‘ফোর্স স্টপ’ অপশন।
> সেই স্ক্রিনেই পাবেন ব্যাকগ্রাউন্ড ডেটা অপশন। সেই অপশন বন্ধ করে দিন।

এরপর আপনার ফোনে হোয়াটসঅ্যাপের কোনো মেসেজ বা নোটিফিকেশন আসবে না। তবে যখন আপনার ফোনের ডেটা চালু থাকবে তখনই এটি কাজ করবে। অন্যান্য সময়ে ঠিকই ডিভাইসে হোয়াটসঅ্যাপ দেখা যাবে।

(ওএস/এসপি/মে ০৮, ২০২২)