রায়পুর( লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে  ১০টি পূজা মন্ডপে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে   হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শুরু হচ্ছে আজ থেকে।

প্রতিটি মন্ডপে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। সাস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগীতা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যাবস্থা। মন্ডপে মন্ডপে মোতায়েন করা হয়েছে স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। প্রতিটি মন্ডপে রাখা হয়েছে কড়া গোয়েন্দা নজরদারীতে।
উপজেলায় শ্রী শ্রী জগন্নাথ দেববিগ্রহ মন্দির মন্ডপ, রাধার মদোন মহোন জিউর আখড়া মন্ডপ, মহামায়া মন্দির মন্ডপ, ক্যাম্পের হাট মধুসুধন জিউর মন্দির মন্ডপ, পূর্ব গাইয়ার চর বিবেকানন্দ স্মৃতি সেবাশ্রম মন্দির মন্ডপ, হরিচাঁদ গুরুচাঁদ মন্দির মন্ডপ, উদমারা রাধাকৃষ্ণ মন্দির মন্ডপ, রাধা গোবিন্দ মন্দির মন্ডপ, দক্ষিণ রায়পুর গৌর নিতাই মন্দির মন্ডপ, বামনী রাধা গোবিন্দ মন্দিরে এবার দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ ব্যাপারে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম বলেন, প্রতিটি মন্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।


(এসকেআর/এসসি/সেপ্টেম্বর২৯,২০১৪)