নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলার কেরিং চরে ভূমিহীনদেরকে উপযুক্ত জায়গায় পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবিতে মিছিল সমাবেশ ও মানবন্ধন করে স্থানীয় কয়েক হাজার নারী পুরুষ। খেতমজুর ইউনিয়নের ব্যানারে সকাল থেকে মিছিলকারীরা স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের কাছে আসার সময় পথে পথে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের লাঠিপেটায় নারীসহ ৩০ জন আহত হয় বলে অভিযোগ করে মিছিলকারীরা।

খেতমজুর ইউনিয়নের নোয়াখালী জেলা সভাপতি আনোয়ার হোসেন জানান, হাতিয়ার চানন্দী ইউনিয়নের কেরিংচরে গত ১৫ বছর থেকে নদীভাঙা তিন হাজার ভূমিহীন পরিবার বসবাস করে আসছেন। বর্তমানে সেখানে একটি সেনাক্যাম্পের কাজ চলছে। এই অবস্থায় ভূমিহীনদেরকে উপযুক্ত জায়গায় পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবি জানাতে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে আসছিলেন।

পথিমধ্যে সুবর্ণচরের ভূইয়ার হাট, জেলা সদরের মান্নান নগর ও উত্তর ওয়াপদা বাজারে মিছিলকালীদেরকে বহন করা সাতটি বাস আটকে রাখে পুলিশ। এক পর্যায়ে পায়ে হেটে তারা রওনা হলে পথে পথে তাদেরকে বাধা ও লাঠিপেটা করে পুলিশ। পরে উত্তর ওয়াপদা বাজারে জড়ো হয়ে মিছিল সমাবেশ ও মানববন্ধন করে ভূমিহীনরা। সমাবেশে খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজুসহ ভূমিহীন নেতারা বক্তব্য রাখেন।

মিছিলকারীদেরকে লাঠিপেটার কথঅ অস্বীকার করেছেন পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ।

(জেএইচবি/এএস/সেপ্টেম্বর ২৯, ২০১৪)