দিলীপ চন্দ, ফরিদপুর : হাজার হাজার মানুষের পদচারণা মুগ্ধ হয়ে উঠেছে ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গন। আজ শুক্রবারে বেলা দুইটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত অসংখ্য মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে এই ধর্মীয় প্রতিষ্ঠানটি।

একদিকে সাপ্তাহিক ছুটির দিন অন্যদিকে ফরিদপুরের সনাতন ধর্মের অনুসারীদের প্রভু জগদ্বন্ধু সুন্দরের উৎসব উপলক্ষে ঢল নামে মহতি অনুষ্ঠানের। এদিন ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করেন একাধিক ধর্মীয় সংগঠন। প্রসাদ এর পাশাপাশি ধর্মীয় পুস্তক বিতরণ করে তারা ।

গত দুই বছর মহামারী করনার কারণে এ অনুষ্ঠান হতে না পারলেও এবার পরিস্থিতি অনুকূলে থাকায় উৎসব অনুষ্ঠিত হচ্ছে । এতে শুধু ফরিদপুরের না আশে পাশের জেলা থেকে প্রতিদিনই অসংখ্য ভক্ত বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন।
তারা কীর্তন উপভোগের পাশাপাশি গ্রহণ করছেন মহাপ্রসাদ। আগামী বুধবার প্রসাদ বিতরণের মাধ্যমে এ বছরের মতো কার্যক্রম শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

(ডিসি/এসপি/মে ১৩, ২০২২)