নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে র‌্যাব এর সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৬৬০০ লিটার বোতলজাত সোয়াবিন তেল জব্দ করে ও তা ১৬০ টাকা দরে খোলা বাজারে বিক্রি করে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার জোনাইল বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন মুদী দোকানের গুদাম ঘর থেকে এ তেল উদ্ধার করা হয়। 

র‌্যাব-৫, সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, অভিযান চালিয়ে মোল্লা ডিপার্টমেন্টাল স্টোরের গুদাম হতে ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা, রুপম স্টোরের গুদাম হতে ১০০০ লিটার ও ১ লক্ষ টাকা, মিতা স্টোরের গুদাম হতে ৬০০ লিটার ও ২৫ হাজার টাকা, বিল্লাল স্টোরের গুদাম হতে ১০০ লিটার ও ২০ হাজার টাকা, দেবাশীষ স্টোরের গুদাম হতে ৪৫০০ লিটার তেল জব্দ ও ১ লক্ষ ৫০ হাজার জরিমানা করা হয়। তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

(এডিকে/এসপি/মে ১৪, ২০২২)