আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী পৌরসভার বড়কসবা মহল্লায় এক স্কুলছাত্রীকে বাল্যবিবাহ দেয়ার সময় জাতীয় কল সেন্টার ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন শনিবার দুপুরে বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে। এসময় বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের মা তানজিনা বেগমকে ৫ হাজার টাকা অর্থদন্ড করে এবং ১৮ বছরের পূর্ন হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম প্রিন্স।

জানা গেছে, পাশর্^বর্তী মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার গোপালপুর ৯নং ওয়ার্ডের বাসিন্দা বেল্লাল সরদার ও তানজিনা বেগমের স্কুল পড়ুয়া মেয়ের বিবাহর আয়োজন করে তানজিনা ভাই ও তুবা আক্তারের মামা বাড়ি গৌরনদী বড়কসবা মহল্লায়। বিবাহর আয়োজনের শেষ মুহুর্তে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জাতীয় কল সেন্টার ৯৯৯ নম্বরে বাল্যবিবাহর অভিযোগ পান। অভিযোগ পাওয়ার সাথে সাথে ইউএনও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফিুল ইসলাম প্রিন্সকে ঘটনাস্থলে গিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।

(টিবি/এসপি/মে ১৪, ২০২২)