মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযান চালিয়ে পৌর এলাকা হতে ১৫০ লিটার দেশীয় চোলাই মদ ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। আজ শনিবার সকালে শহরের কান্দাপাড়া বেবী স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন ।

আটককৃতরা হলেন- পৌর শহরের মেহের আলী (৪৪), একই এলাকার জুলহাস মিয়া (৫০)। এ সময় ১৫০ লিটার দেশীয় চোলাই মদ, একটি মোবাইলসহ হাতেনাতে আটক করা হয়।

অপরদিকে, টাঙ্গাইল র‌্যাব-১২ স্কোয়াড কমান্ডার এএসপি মো.এরশাদুর রহমানের নেতৃত্বে সিরাজগঞ্জে কামারখন্দ থানার বালুকোল গ্রামে আশরাফুল হকের ছেলে মো.মানিক মিয়াকে ১২৮ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করা হয় ।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, তারা মাদকদ্রব্য দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

(এসএম/এসপি/মে ১৪, ২০২২)