মাজহারুল হক লিপু, মাগুরা : বাংলাদেশ আওয়ালীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের অর্থনীতি তার নিজস্ব স্বকীয়তায় অনেক মজবুত। ‘বিএনপি মহাসচিব প্রতিদিন হ্যালুসিনেশনের মাধ্যমে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে শ্রীলংকা যান। আর বাংলাদেশকে জড়িয়ে কল্পনাপ্রসুত নানা কথা বলেন। তবে বাস্তবতা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের এমন শিখরে পৌছেছে যে উত্তোরত্তর উন্নয়ন ছাড়া আগামীতে আমরা কোন দিক দিয়েই পিছিয়ে থাকবো না। এটিকে শ্রীলংকা ও পাকিস্তানের সাথে তুলনা করা হাস্যকর’। 

আজ শনিবার মাগুরা শহরের নোমানী ময়দানে মাগুরা জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনে ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে তিনিএসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন,‘ যারা নিজেদের ঘরের ঐক্য ধরে রাখতে পারে না তারা দলের পক্ষে জনগনের ঐক্য কীভাবে আশা করে। তারা তাদের দলীয় চেয়ার পারসনকে মুক্ত করতে একটা সমাবেশ পর্যন্ত করতে পারে নি। অন্যের সমালোচনা তাদের মুখে শোভা পায় না’।পদ্মা সেতুর বিয়য়ে ওবায়দুল কাদের বলেন,‘আগামী মাসে পদ্মা সেতুর উদ্বোধন হবে। এটি দেশের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বর্তমান সময়ের সবচেয়ে বড় সুখবর’।

তিনি আরো বলেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেমিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রেসিডয়াম সদস্য আব্দুর রহমান, আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, প্রধান বক্তা রয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফ্জ্জুামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.বীরেন শিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে দুপুরে দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান আ.ফ.ম আব্দুল ফাত্তাহকে সভাপতি ও পঙ্কজ কুমার কুন্ডুকে সাধারণ সম্পাদক করে নব-গঠিত জেলা কমিটি ঘোষণা করেন । এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

(এম/এসপি/মে ১৪, ২০২২)