কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উত্তর কান্দাইল এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত টমটমের চাপায় হীরামণি (৫) ও আশামণি (৬) নামে দু’টি শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো বোন। সোমবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হীরামণি করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামের মঞ্জিল মিয়ার মেয়ে ও আশামণি একই উপজেলার কালিপুর গ্রামের রফিকুল ইসলাম শিশু মেয়ে।

পুলিশ জানায়, বিকেলে কালিপুরে আশামণিদের বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় করে উত্তর কান্দাইল গ্রামে নানার বাড়ির সামনে গিয়ে অটোরিকশা থেকে নামছিল হীরামণি ও আশামণি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টমটম তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন এ অবস্থায় শিশু দু’টিকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার এসআই মো. নাজমুল হাসান জানান, খবর পেয়ে টমটমসহ চালক আজিজ মিয়াকে আটক করা হয়েছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৯, ২০১৪)