রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল  ১১টায় সদর উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে জেলা আওয়ামী লীগের আহবানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি অধ্যাপক আবু আহমেদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ প্রমুখ। কার্যনির্বাহী কমিটির সভার আলোচনা সভার আলোচ্য সূচী ছিল- বিগত সভার সিদ্ধান্ত পঠন ও অনুমোদন, দাখিলকৃত উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন ও সাংগঠনিক দায়িত্ব বণ্ঠন।

এছাড়া আগামী ১৭মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবু আহমেদকে আহবায়ক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্রকে সদস্য সচিব করে ৯সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেরন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম।

(আরকে/এসপি/মে ১৫, ২০২২)