পাথরঘাটা প্রতিনিধি : ১৬ম সোমবার বেলা ১১টায় বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবে পৌরসভার ৩ নং ওয়ার্ডের মৃত আ.করিমের ছেলে ইউনুছের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগে  সংবাদ সম্মেলন করেছেন একই ওয়ার্ডের এবং প্রতিবেশী মৃত আ.গফুরের ছেলে আলমের পক্ষে তার ভাই  মিজানুর রহমান ।

মিজানুর রহমান লিখিত বক্তব্যে জানান, তার প্রতিবেশী ইউনূসের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ আছে। এ কারণে উক্ত ইউনূসের সহযোগী আ.মন্নানের ছেলে জাকির হোসেন হয়রানির সঙ্গে জড়িত রয়েছে। জাকির কখনো অতিরিক্ত পুলিশ সুপার কখনো ট্রাফিক ইন্সপেক্টর এর সোর্স হিসেবে কাজ করে প্রায়ই ট্রাফিকের পক্ষে ট্রাক-বাস টমটমট সহ বিভিন্ন যানবাহন থেকে সে টাকা উত্তোলন করে বলেও সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মিজান।

ইউনূসের সঙ্গে একজোট হয়ে অভিযুক্ত জাকির কখনো এসপি ,সার্কেল এসপি, ট্রাফিক ইন্সপেক্টর, এদের কথা বলে হুমকি ধমকি দিচ্ছে। প্রায়-ই তার কাছে টাকা দাবি করছে। টাকা দিলে তাকে আর হয়রানি করবেনা এসব কথা বলছে তাকে। সংবাদ সম্মেলনে মিজান বলে আমি সহজ সরল মানুষ এ কারণে এলাকায় আমি স্বাভাবিকভাবে চলাচল করতে পারতেছিনা কিছুদিন আগে অভিযুক্ত জাকিরের সন্ত্রাসী বাহিনী ইউনিভার্স গোরা আমার ভাই মিজানুর আমার বোন বেবি বেগম মৃত্যু আমার ছেলে আলামিন কে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে আমরা সবাই বরিশাল শেবাচিম কয়েকদিন ভর্তি ছিলাম।

এ বিষয়ে অভিযুক্ত জাকির বলেন, এমন কোনো ঘটনায় যদি আমি জড়িত থাকি এবং তার প্রমাণ মেলে ;তাহলে যা বিচার হয় সেটি আমি মাথা পেতে নেব।

উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক অমল তালুকদার ,সহ-সভাপতি আমিন সহেল, অর্থ সম্পাদক জাকির হোসেন খান ,সাবেক সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাবেক সভাপতি খলিলুর রহমান শাহীন,সাবেক সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম সহ অন্যান্য গণমাধ্যম কর্মী গণ।

(এটি/এসপি/মে ১৬, ২০২২)