সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আ. গাফফার (৩৮) নামে এক নকল ঔষুধ কারখানা মালিককে আটক করেছে পুলিশ ও ভ্রাম্যমান আদালতের যৌথ দল। এ সময় নকল ঔষুধ তৈরির কারখানাটি সিলগালা করে সকল মালপত্র বাজেয়াপ্ত করা হয়।

শনিবার দুপুর তিনটার দিকে শুরু হওয়া এই অভিযান চলে বিকেল পাচটা পর্যন্ত। আটককৃত আ. গাফফার সিরাজগঞ্জ পৌর এলাকার রানিগ্রাম মহল্লার মৃত ছব্দের আলীর ছেলে।

পুলিশ, ভ্রাম্যমান আদালত ও স্থানীয়সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মানুষ ও পশু-পাখির ঔষুধ তৈরি করে বাজারজাত করে আসছিল আ. গাফফার। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর তিনটার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার রানিগ্রামে ঐ নকল কারখানাটিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ও একজন নির্বাহী ম্যাজিন্ট্রেটের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালতের যৌথ দল। প্রায় দুই ঘন্টা চলা এই অভিযানে নকল ঔষুধ তৈরির কারখানাটির সকল মালপত্র বাজেয়াপ্ত করে কারখানাটি সিলগালা করা হয়। এসময় ঐ কারখানার মালিক আ. গাফফারকেও আটক করা হয়।

সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

(এসএস/এটি/এপ্রিল ২৬, ২০১৪)