মাগুরা প্রতিনিধি : মাগুরায় সোমবার থেকে শুরু হচ্ছে বোরো ধান সংগ্রহ অভিযান। 

জেলাখাদ্য বিভাগ সূত্র জানায়, তারা চলতি অভিযানে প্রতি কেজি ২৭ টাকা দরে ৩৫৯১ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে। সদর উপজেলার ৫৩৮ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। তারা চলমান অভিযানে ধান সংগ্রহেএ সুযোগ পাবে।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন কবির এ লটারি প্রতিযোগিতা পরিচালনা করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মিনতি দত্ত।

(এমএইচএল/এএস/মে ১৬, ২০২২)