আন্তর্জাতিক ডেস্ক : গণতন্ত্রের দাবিতে এখনও উত্তাল হংকংয়ের রাজপথ। হাজার হাজার বিক্ষোভকারী সোমবার রাতেও রাজপথ ঘিরে রাখে। খবর বিবিসি ও আলজাজিরার।

বিক্ষোভকারীরা এ দিন আবারও হংকংয়ের নেতাদের গণতান্ত্রিক অধিকার আদায়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ছাত্র ছাড়াও বিভিন্ন পেশাজীবীর লোক সোমবার রাতভর নানা স্লোগান, গানে রাজপথ দখল করে রাখে।

কর্তৃপক্ষ আশা করছে, মঙ্গলবার এ বিক্ষোভ কিছুটা শান্ত হয়ে আসবে। তবে চীনা জাতীয় দিবস উপলক্ষে বিক্ষোভকারীর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

এর আগে গত রবিবার বিক্ষোভকারীদের দমাতে কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ছুড়ে পুলিশ। পরবর্তী সময়ে দাঙ্গাপুলিশ উঠিয়ে নেওয়ার পর বিক্ষোভ অনেকটা শান্ত হয়ে আসে।

এদিকে হংকংয়ে গণতন্ত্রের দাবিতে চলমান বিক্ষোভকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছে চীন। তারা হংকং সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও হংকং সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস।

প্রসঙ্গত, হংকংয়ে আগামী ২০১৭ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে স্থানীয়দের ভোট দেওয়ার অধিকার দিলেও প্রতিদ্বন্দ্বী নির্বাচনের ক্ষমতা বেইজিংয়ের হাতেই রাখা হয়েছে। এরই প্রতিবাদে ও পূর্ণ গণতন্ত্রের দাবিতে মাঠে নেমেছে জনতা।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ৩০, ২০১৪)