| আহমেদ আলাউদ্দিন |

স্মৃতি

আমি ক্রমশ ক্ষয়ে যাচ্ছি
ক্ষয়ে যাচ্ছে আমার সকালের রোদ্দুর
বেড়ে যাচ্ছে দুপুরের আয়ু
শেষ হয়ে যাচ্ছে কিংশুক রাত
আর উর্বর শরীরের মাস্তুল
ভেঙে পরছে বারবার!

নিকোটিন ভোর হতেই
তোমার কনীনিকায় কেমন শীতল ছায়া
সময়ের সাথে সাথে স্মৃতির অবয়বে
ক্যামন ভুল সময়!

তৃপ্তির ঢেকুর তোলে কিছু সময়
তবুও কেমন প্রাণবন্ত
আজ ইথার থেমে যাওয়া সময়ে!

স্মৃতি; তবুও তার পথ ধরে রয়।

দর্পণ


দর্পণে আমাদের বিপরীত রূপ দেখায়। তবুও কি অদ্ভুত! হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকি মিথ্যে আমাদের দিকে। কতোটা মোহ মিথ্যায়, কতোটা পলিশ করি মিথ্যের অবয়বে!