প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা খাদ্য গুদামে চলতি বোরো মওসুমে প্রতি কেজি ধান ২৭ টাকা মণ প্রতি ১০৮০ টাকা দরে সরাসরি কৃষকের নিকট থেকে ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ২টায় ধান ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।

এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, থানার অফিসার ইনচার্জ মো: রাজু সরকার, উপজেলা কৃষি অফিসার সম্পা আকতার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেলোয়ার হোসেন সরকার, ওসিএলএসডি মো: মোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মো: আমজাদ হোসেন, সেলিম আহমেদ, রবিউল আলম বকসী প্রমুখ।

উল্লেখ্য, চলতি বোরো মওসুমে অত্র উপজেলায় ২৭ টাকা কেজি দরে ১৬৭৪ মে: টন ধান, বোরো সিদ্ধ চাল ৪০ টাকা কেজি দরে ১৮২২ মে: টন ও গম ২৮ টাকা কেজি দরে ৪৬ মে: টন আগামী ৩১ আগস্ট ২০২২ পর্যন্ত সরকারিভাবে ক্রয় করা হবে বলে জানিয়েছেন ওসিএলএসডি মো: মোরশেদ আলম।

(পিএমএস/এএস/মে ১৯, ২০২২)