ঝিনাইদহ প্রতিনিধি : জেলার শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে সাজেদা খাতুন নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা এবং তার ছেলে জিন্নাহ আলমকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে।

বাগুটিয়া মাঠ থেকে মঙ্গলবার সকালে পুলিশ গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে।

আহত জিন্নাহ আলম অভিযোগ করেছেন, আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম তার লোকজন দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। সাজেদা খাতুন স্বামীর স্বীকৃতি চেয়ে সম্প্রতি ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।

শৈলকূপা থানার ওসি ছগির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহত অবস্থায় জিন্নাহকে শৈলকুপা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জিন্নাহ আলম জানান, সম্প্রতি তার মা রফিকুল আলমের কাছে স্ত্রী হিসেবে স্বীকৃতির ও সে বাবার অধিকার পেতে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে। এ ঘটনার জের ধরে রফিকুল আলমের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন জিন্নাহ।

এর আগে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ১৯৮৩ সালে রফিকুল আলমের সঙ্গে সাজেদা খাতুনের বিয়ে হয়। পরে সাজেদা খাতুন জানতে পারেন রফিকুলের আগে বিয়ে হয়েছে। সব কিছু জেনেই গোপনে তারা সংসার করেন। কিন্তু পরবর্তী সময়ে রফিকুল তার দ্বিতীয় স্ত্রী সাজেদা ও ছেলে জিন্নাহকে সব অধিকার থেকে বঞ্চিত করেন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ৩০, ২০১৪)