স্টাফ রিপোর্টার : চেক প্রজাতন্ত্রের কাছে বিনা সুদে ঋণ চেয়েছেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

মঙ্গলবার শিল্পমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রণালয়ে চেক প্রজাতন্ত্রের দিল্লির রাষ্ট্রদূত মিলোস্লাব স্টাসেক এর সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

শিল্পমন্ত্রী বলেন, চেক প্রজাতন্ত্রের কাছে বিনা সুদে ঋণ চেয়েছি। পাশাপাশি আমরা তাদেরকে আমাদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। তারা আমাদের দেশে বিনিয়োগ করতে চায়। বিশেষকরে কৃষিখাতে বিনিয়োগে তারা আগ্রহ। আমাদের পক্ষ থেকে ফার্টিলাইজচার খাতে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। রাষ্ট্রদূত তাতে সম্মতি জানিয়েছেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ৩০, ২০১৪)