নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় নারীদের রাজনৈতিক দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অপরাজিতাদের সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সদর উপজেলা পরিষদ সভা কক্ষে নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান নয়ন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আকতার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ আক্তার নাইস, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান আফেলাতুন নেছা তুর্কি, বিভিন্ন রাজনৈতিক দলের জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সুইজারল্যান্ড সরকারের সহায়তায় হেলাভেটাস বাংলাদেশের তত্বাবধানে খান ফাউন্ডেশন জেলার সদর, বদলগাছী এবং রাণীনগর উপজেলার ২৮টি ইউনিয়ন পরিষদকে নিয়ে অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পটি বাস্তবায়ন করছে। সভায় স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিটিতে নারীদের অংশগ্রহণ ও গুরুত্ব পাওয়ার ক্ষেত্রে সমস্যা সমূহ তুলে ধরা হয়।

(বিএস/এসপি/মে ২৩, ২০২২)