শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে চাঞ্চল্যকর হুমায়ূন কবীর হত্যা মামলায় রায়ে ৩ জনের মৃত্যুদন্ড এবং ৪ জনের যাবতজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

দিনাজপুর অতিরিক্ত দায়রাজজ আদালত-২ এর বিচারক মো. মেহেদি মন্ডল আজ সোমবার বিকেলে এক জনাকীর্ণ আদালতে এই রায় দেন।

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, ফুলবাড়ী উপজেলার ৬ নং দৌলতপুর ইউনিয়নের গড় পিনলাই গ্রামের শরিফুল ইসলাম, রেজাউল করীম ও আতোয়ার রহমান ওরফে আতর আলী। যাবতজ্জীবন প্রাপ্তরা হলেন, রব্বানি, একরামুল, ছায়েদ আলী ও রেজাউল করীম বাবু।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২০ আগষ্ট এই হত্যাকান্ড ঘটে। ফুলবাড়ী উপজেলার ৬ নং দৌলতপুর ইউনিয়নের গড় পিনলাই গ্রামের হুমায়ুউন কবীরকে হত্যা করার পর ইট ভাটায় পুড়িয়ে ফেলে। এ ঘটনায় নিহত হুমায়ুউন কবীরের বড় ভাই তৌহবুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, পিপি এডভোকেট মো. রবিউল ইসলাম এবং এপিপি এডভোকেট মোস্তাফিজুর রহমান পুতুল। আসামী পক্ষের আইনজীবী ছিলেন, প্রবীণ আইনজীবী এডভোকেট মো. ইসাহাক আলী এবং এডভোকেট একরামুল আমীন।

(এস/এসপি/মে ২৩, ২০২২)