গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মধুমতি বাঁওড়ে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের অবৈধ জাল আটক করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (২৩ মে) কাশিয়ানী উপজেলার মধুমতি বাঁওড়ে এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, মধুমতি বাওড়ে অবৈধ জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ওই বাওড় থেকে ৮ লাখ টাকা মূল্যের ২০টি চায়না ম্যাজিক জাল, ৮টি চারপাটা জাল ও ৫’শ মিটার কারেট জাল, একটি বেড়া জালসহ প্রায় ১০ হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়। পরে তাতে অগ্নি সংযোগ করে ধ্বংস করা হয়।

এ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম লৎফর রহমান উপস্থিত ছিলেন।

দেশীয় প্রজাতির মাছ,শামুক ও জীব বৈচিত্র সংরক্ষণ করতে আগামীতেও এ অভিযান আব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা। মৎস্য সম্পদ ও জীব বৈচিত্র রক্ষায় যা যা করণীয় তাই করা হবে। এ ব্যাপারে কোন ছাড় নয়।

(টিকেবি/এসপি/মে ২৩, ২০২২)