সালথা প্রতিনিধি : উন্নত প্রযু‌ক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতাই ফরিদপুর জেলার সালথা উপ‌জেলায় তা‌লিকা ভুক্ত পাট চাষী‌দের ২য় দিন ২য় ব্যাচে প্র‌শিক্ষন অনু‌ষ্ঠিত হয় । মঙ্গলবার (২৪ মে) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে পাট চাষী প্রশিক্ষন শুরু হয়।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলার অতিরিক্ত উপ পরিচালক মোঃ রাকিবুল ইসলাম, সহকারি পরিচালক মোছাঃ মরিয়ম খাতুন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেখ লুৎফুল আমিন, মূখ্য বৈঙ্গানিক কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, উপজেলা কৃসি অফিসার জীবাংশু দাস, উপজেলা উপ-সহকারীর পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল বারী এবং অফিস সহকারী শাহ নেওয়াজ প্রমূখ।

(এন/এসপি/মে ২৪, ২০২২)